খিলগাঁওয়ে গৃহকর্মীকে হত্যার চেষ্টা বাড়ির মালিকের বিরুদ্ধে থানায় মামলা

খিলগাঁওয়ে গৃহকর্মীকে হত্যার চেষ্টা বাড়ির মালিকের বিরুদ্ধে থানায় মামলা

খিলগাঁওয়ে গৃহকর্মীকে হত্যার চেষ্টা বাড়ির মালিকের বিরুদ্ধে থানায় মামলা

 রাজধানীর খিলগাওয়ের নন্দিপাড়া ছোট বটতলা ত্রিমোহনী শুলনগরের একটি বাড়ির মালিকের বিরুদ্ধে বাড়ীর নারী কেয়ারটেকার রুমিছা বেগমকে (৪৫) রড দিয়ে বেধড়ক মারধর করে হত্যা করার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে খিলগাঁও থানা।

ভোক্তভোগী নারী মামলায় অভিযোগ করে বলেন, গত ০৪/০৩/২৫ ইং তারিখে বেলা প্রায় ১২টার দিকে আনোয়ার হোসেন ও তার সহোদর ভাতিজা সাবেক আওয়ামী লীগের নেতা বর্তমান যুবদলের প্রচার সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আসলাম এবং শিল্পী আক্তার, তুষার সহ নাম না জানা আরো ৪/৫ জন মিলে ওই নারী কেয়ারটেকারকে রড দিয়ে বেধড়ক মারধর করে। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে গেলে দ্রুত ওই স্থান থেকে সরে যায় বাড়ির মালিক ও অন্যান্যরা। ভোক্তভোগী নারী ওই মামলায় আরও অভিযোগ করে বলেন, বাড়ির মালিক আনোয়ার স্যারকে বলেছি এখানে গাড়ি পার্কিং না করে আপনার দোকানের সামনে করেন। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে ৪/৫ জন সহযোগী নিয়ে আমাকে রড দিয়ে বেধড়ক মারধর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন তার ভাতিজা সাবেক আওয়ামী লীগের নেতা ও বর্তমান ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের যুবদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব আছেন আসলাম রাজনৈতিক ছত্রছায়াকে পুঁজি করে  সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে। 

স্থানীয় সাধারণ জনগণের ভাষ্যমতে  এ বিষয়ে সঠিক তদন্ত করে দোষীকে শাস্তির আওতায় আনা হোক